বাড়িআলোকিত টেকনাফথমথমে কুতুপালং

থমথমে কুতুপালং

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে চার জন নিহতের ঘটনার পর সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজও ক্যাম্পের ডব্লিউ টু অংশে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় রোহিঙ্গারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার ৮ নম্বর পূর্ব ক্যাম্পে মাস্টার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মুন্নার ভাই গিয়াস উদ্দিনসহ চার জনকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে গত এক সপ্তাহে রোহিঙ্গা শিবিরে দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছে।

গতকালের ঘটনার পর বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা শিবিরে কোনো গোষ্ঠীর আধিপত্য থাকবে না। সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরো জোরদার করা হবে বলে জানান তিনি।

এদিকে, সপ্তাহজুড়ে রোহিঙ্গাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে নতুন করে ভাবনায় পড়েছে সরকার। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মোবাইলের ফোর জি সেবা বন্ধ করে দেয়া হচ্ছে। এছাড়াও ক্যাম্পের সীমানায় কাঁটাতারের বেড়া দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গারা সংঘাতে জড়াবে এমন আশঙ্কা আগেই ছিল। তিনি অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিওদের আপত্তির কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা সম্ভব হয়নি, যার খেসারত দিতে হচ্ছে সরকারকে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য দেশের আশ্রয় শিবিরে কাঁটাতারের বেড়া থাকলেও এদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবকাঠামো নির্মাণে আপত্তি জানায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। যে কারণে ছড়িয়ে পড়ছে অপরাধ।

বেশ কিছুদিন ধরে ক্যাম্পে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপ। এসব নিয়ে বারবার নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে সরকার।

সপ্তাহজুড়ে রোহিঙ্গাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে স্থানীয় অধিবাসীদের।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments