বাড়িআলোকিত টেকনাফনাফ নদীতে নৌ ডুবির ঘটনায় ৪ রোহিঙ্গা নারী পুরুষ নিখোঁজ!

নাফ নদীতে নৌ ডুবির ঘটনায় ৪ রোহিঙ্গা নারী পুরুষ নিখোঁজ!

স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফনদী পয়েন্টে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে।৩ জন সাতাঁর কেটে কূলে ফিরে আসলেও নিখোঁজ রয়েছে নারী সহ অন্তত ৪জন রোহিঙ্গা।
রোহিঙ্গা বস্তির মাঝি আব্দুল করিম অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবি ও নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ২ বিজিবি সুবেদার মনির।
সূত্রে জানাগেছে, শুক্রবার (৩মে) রাত ১টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমুরা পয়েন্ট দিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বোঝাই একটি নৌকা মিয়ানমারের উদ্যোশ্যে যাত্রা করে।এসময় নাফের ডেউয়ের তোড়ে যাত্রী বোঝাই কাঠের নৌকাটি ডুবে যায়।প্রান বাচাঁতে কোন রকম সাঁতকেটে জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী লালুর পুত্র রবিউল আলম (৪০), রবি আলমের পুত্র ইয়াছিন আরাফাত (১০) ও হাবিব উল্লাহর পুত্র মোঃ কায়সার (১১) সীমান্তের জিরো লাইনের কিনারায় ফিরে আসে।এঘটনার ১৮ ঘন্টা অতিবাহিত হলেও  মৃত রোহিঙ্গা আবু ফয়েজের স্ত্রী গোল ছেহের (৭০) ও কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২ জন পুরুষ ও ১জন নারী সহ মোট ৪জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তাদের স্বজনরা।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া বিওপির নায়েক সুবেদার মনির জানান,চলমান প্রাকৃতিক দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাতের অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে জওয়ানদের চোখ ফাঁকি দিয়ে লোকজন যাওয়া আসা করতে পারে।তবে সীমান নিরাপত্তায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে খোঁজ নেয়া হচ্ছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments