বাড়িআলোকিত টেকনাফনিষেধাজ্ঞা মানছেনা টেকনাফের জেলেরা, জাল ধ্বংস করলো কোস্ট গার্ড

নিষেধাজ্ঞা মানছেনা টেকনাফের জেলেরা, জাল ধ্বংস করলো কোস্ট গার্ড

খাঁন মাহমুদ আইউব
আলোকিত টেকনাফ ডটকম

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেলো ২০মে থেকে আগামী ২৩জুলাই পর্যন্ত মাছ ধরার উপর ৬৫ দিন নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। কিন্তু আদেশ তোয়াক্কা না করে সাগরে মাছ ধরতে যাওয়ায় কক্সবাজারে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৪টি নৌঘাটে অভিযান চালিয়ে অন্তত ৩শ কেজি সামুদ্রিক মাছ এবং ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড বাহারছড়া জিসি আউট পোস্টের কমান্ডার মাসুদ টিটু।

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে উপকূলীয় ইউনিয়নের শামলাপুর উত্তর-দক্ষিণ ও উত্তর শিলখালী এবং মেইন নৌঘাট থেকে জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং মাছ গুলো স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত জেলেরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনার ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার এসব ঘাটে ঘটনায় জড়িতের বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments