বাড়িআলোকিত টেকনাফপর্যটক শুন্য কক্সবাজার: নতুন বছর বরণে নেই কোন ঊৎসবের আমেজ!

পর্যটক শুন্য কক্সবাজার: নতুন বছর বরণে নেই কোন ঊৎসবের আমেজ!

আলোকিত টেকনাফ ডেস্ক:

বিশ্ববাসীর নানার বাড়ী পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে ইংরেজী নতুন বছর ২০১৯ সালকে কে বরনে নেই কোন আমেজ।থার্টিফাস্ট নাইটে প্রতি বছরের ন্যায় পৃথিবীর দীর্ঘতম বালিয়াড়ি বেলাভূমি কক্সবাজার পর্যটন পাড়া ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন জুড়ে এবার নেই কোন লাখো পর্যটকের হৈ-হূল্লোড়।

সরেজমিন ঘুরে দেখা গেছে,যেখানে থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে অন্তত আড়াই লক্ষাধিক দেশী-বিদেশী পর্যটকের পদাচারনায় কক্সবাজার জুড়ে তিল ধারনের জায়গা থাকেনা।আবাসিক হোটেল গুলো এই দিনটিকে ঘিরে অন্তত দুই মাস আগে থেকে বুকিং থাকে।
সেখানে হোটেল-মোটেল কটেজ গুলো অনেকটা ফাঁকা যাচ্ছে এতে পর্যটন ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।বিভিন্ন হোটেল মালিকদের সাথে কথা বলে জানা গেছে,বছরের শেষ দিন আর নতুন বছরের পাঁচ দিন হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের ব্যবসার প্রধান সময়।কিন্তু এবারে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীরা চরমভাবে লোকসানের মুখে পড়েছেন এমটি দাবী করেছেন,কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক হোটেল ডায়মন্ড’র স্বত্বাধীকারী আবুল কাশেম সিকদার।

এদিকে থার্টিফাস্ট নাইটে পর্যটন পাড়া জুড়ে ফাইভ ষ্টার-থ্রী ষ্টার হোটেল সহ বিভিন্ন নামী দামী হোটেল-মোটেল চোখ ধাঁধানো লাইটিং,ডিজে সহ বিভিন্ন অনুষ্টান আয়োজন করে থাকে।কিন্তু এবারে এসব কিছুই হচ্ছেনা।ফলে পর্যটন পাড়া জুড়ে নেমে এসেছে শুনশান নিরবতা।তিন-চার দিন পূর্বে যেসব পর্যটক কক্সবাজারে অবস্থান করছে তাদের সৈকতের কাছা কাছি এলাকায় ঘুরাফেরা শেষে গোধূঁলীর লগ্ন শেষ রুমে ফিরে আসতে দেখা গেছে।

অপরদিকে,দেশী-বিদেশী পর্যটকদের মূল আকর্ষন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন।সূত্রমতে,এই দ্বীপে প্রতিবছর এই দিনটিকে ঘিরে অন্তত ৫০হাজার পর্যটকের সমাগম ঘটে।কেয়ারী সিন্দাবাদ জাহাজের টেকনাফ অফিসের প্রধান কর্মকর্তা শাহ আলম জানান,এবারে নির্বাচন কেন্দ্রীক প্রশাসনের পক্ষথেকে আরোপিত ৪ দিনের নিষেধাজ্ঞায় টেকনাফ থেকে কোন পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়নি।সুতরাং সেন্টমার্টিন জুড়ে বিরাজ করছে পর্যটক শুন্যতা।তবে প্রশাসনের অনুমতি পেলে জানুয়ারী প্রথম দিন থেকে জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ জানান, থার্টিফার্স্ট নাইট ও নতুন বছরের প্রথম দিনকে কেন্দ্র করে দ্বীপের হোটেল-মোটেল, কটেজ ও রেস্তোঁরা গুলো বর্ণিল সাজে সেজেঁছে।তবে এবারে দ্বীপে পর্যটক না থাকায় এসব ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মূখীন হবে।
সবমিলিয়ে এবারে থার্টিফাস্ট নাইট ও বছরের প্রথন দিনটি অনেকটা পর্যটকশূন্য ভাবে নিরবেই কাটছে পর্যটন নগরী কক্সবাজার সহ আশেপাশের পর্যটন এলাকা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments