বাড়িকক্সবাজারউখিয়াপাচারকালে রোহিঙ্গাদের ত্রাণের চাল ও তেলবাহী ট্রাক জব্দ, আটক ৩

পাচারকালে রোহিঙ্গাদের ত্রাণের চাল ও তেলবাহী ট্রাক জব্দ, আটক ৩

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে রেশনের ২০ বস্তা চাল ও ১৮ শ লিটার ভোজ্য তেল ট্রাকে করে পাচারকালে তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন।

বুধবার (৯ জুন) সন্ধ্যায় ৬ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের লাম্বাশিয়া বাজারের চৌরাস্তার মোড় এলাকা হতে এসব চালসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রানা বড়ুয়া (৩৪), মোঃ খোরশেদ আলম (৩৫), মোঃ আব্দুল শুকুর আলী (৪০)।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্প ভিত্তিক স্থানীয় একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের চালগুলো কমদামে কিনে বাহিরে নিয়ে বিক্রি করে আসছে। তার সূত্র ধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক ভর্তি করে চাল ও তেল গুলো ক্যাম্পের বাইরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ২০ বস্তা রেশনের চাউল ও ১৮শ লিটার ভোজ্য তেলসহ ট্রাকটি জব্দ করে।

এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে পলাতক ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের এই কর্মকর্তা।

উল্লেখ্য, একই স্থান থেকে গত মঙ্গলবার (৮ জুন) রাতে পাচারের সময় ১০০ বস্তা ত্রাণের চাল ভর্তি একটি ট্রাক জব্দ করেছিল ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments