বাড়িআলোকিত টেকনাফপানেরছড়া ঢালায়’বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

পানেরছড়া ঢালায়’বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতদের নাম নেজাম ও রতন বলে জানা গেছে। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানায়। র‍্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। একটি তেলের লরিতে করে বিপুলসংখ্যক ইয়াবা ও আগ্নেয়াস্ত্র পাচার করছিলেন তারা।

ঘটনাস্থল থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
র‍্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, ভোর থেকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় র‍্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। সকালে টেকনাফ থেকে আসা একটি তেলের লরিকে থামাতে চাইলে সেটি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে তেলের লরিতে থাকা দু’জন নিহত হন।

পরে তেলের লরি তল্লাশি করে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি দেশি এলজি ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

তেলের লরিতে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সূত্রে নিহতের নাম জানা গেছে। তেলের লরিটি একই এলাকার হারুন অ্যান্ড ব্রাদার্সের বলেও জানান মেজর মেহেদি হাসান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments