বাড়িআলোকিত টেকনাফপ্রধানমন্ত্রীকে এসএমএস করে লাখ টাকার কোরবানির গরু পেলো জামালপুরের হিজড়া সম্প্রদায়

প্রধানমন্ত্রীকে এসএমএস করে লাখ টাকার কোরবানির গরু পেলো জামালপুরের হিজড়া সম্প্রদায়

আশরাফুল আলম খোকন:-

জামালপুর সদরের হিজড়াপল্লীতে কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক আজ সোমবার সকালে তাদের কাছে গরু হস্তান্তর করেন l

আজ সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস দাতা বলেন তাঁর নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী ঈদে তাদের কোরবানি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন। এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।

একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন ময়ূরী জামাল সদরে হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। জেলা প্রশাসক আজ দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একটি এক লাখ টাকার গরু এবং আনুসাঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments