বাড়িআলোকিত টেকনাফপ্রমা ইসরাতকে কক্সবাজার থেকে প্রত্যাহার করেছে ব্র্যাক

প্রমা ইসরাতকে কক্সবাজার থেকে প্রত্যাহার করেছে ব্র্যাক

ফেইসবুক স্ট্যাটাসে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরি প্রত্যাশি কক্সবাজারের স্থানিয়দের উদ্দেশ্য করে কটাক্ষ ও উষ্কানীমূলক মন্তব্য করায় বিতর্কিত ব্র্যাক কর্মকর্তা প্রমা ইসরাতকে কক্সবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে প্রমাকে সাময়িক বহিষ্কার করে বিভাগিয় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। ব্র্যাকের হেড অফ অপারেশন খালেদ মোরশেদ বিষয়টা নিস্চিত করেছেন।

খালেদ মোরশেদ জানান, প্রমা ইসরাত কক্সবাজারের স্থানিয়দের নিয়ে যেই মন্তব্য করেছেন তা কখনোই কাম্য নয়। এতে স্থানিয়দের অনুভূতিতে আঘাত লেগেছে। স্থানিয়দের প্রতি সম্মান জানিয়ে প্রমা ইসরাতকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে, ঢাকায় হেড অফিসে সংযুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যাকের নীতিমালা বিরোধী কাজ করায় প্রমা ইসরাতকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রমার বিরোদ্ধে অভিযোগ তদন্ত করে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। সুত্র: সিপি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments