বাড়িআলোকিত টেকনাফবদি’র বিকল্প মানে আসনটি বিএনপি’র হাতে যাওয়া

বদি’র বিকল্প মানে আসনটি বিএনপি’র হাতে যাওয়া

মাননীয় প্রধানমন্ত্রী, উখিয়া-টেকনাফে এমপি বদি’র বিকল্প চিন্তা করা মানে আসনটি বিএনপি’র হাতে তুলে দেওয়া

মাননীয় প্রধানমন্ত্রী,

আচ্ছালামু আলাইকুম। দেশে একাদশ নির্বাচন আমাদের দোরগোড়ায়। অন্যান্য আসনের ন্যায় আমাদের উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনের মনোনয়ন নিয়েও নিশ্চয় চুলচেরা বিশ্লেষন চলছে। তাই এই ক্রান্তিলগ্নে উখিয়া-টেকনাফের মনোনয়ন নিয়ে আমার এবং অত্র এলাকার নেতাকর্মী ও সাধারন ভোটারের চিন্তাচেতনা আপনার সমীপে তুলে ধরার চেষ্টা করছি। কারন, এই আসনের মনোনয়ন নিয়ে বিএনপি-জামায়াতের পাশাপাশি দলের ভিতরে থাকা তাদের এজেন্টদের মধ্যে চলছে সুক্ষ্ম ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে এই আসনটি অনায়াসে বিএনপি-জামায়াত জোটের দখলে চলে যাবে বলে আমার ধারনা। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার অনুরোধ করছি।

সংসদীয় আসন কক্সবাজার-৪ তথা উখিয়া-টেকনাফ সরকার গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত যে দল এই আসনে বিজয়ী হয়েছে সে দল ততবার সরকার গঠন করেছে। তাই এই আসনটি অত্র এলাকারা রাজনৈতিক বোদ্ধা এবং সাধারন জনতার কাছে লক্ষী আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে। যে কারনে এই আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা যাচাই করে প্রকৃত জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়াটা অত্যধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেই দিক বিবেচনা করে উখিয়া-টেকনাফে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য এতদ্বাঞ্চলের মাটি ও মানুষের নেতা, গরীবের বন্ধুখ্যাত বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি-ই একমাত্র যোগ্য এবং অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী বলে সর্বস্তরের জনতার ধারনা। কারন, আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে জনাব বদি পরপর দুইবার এমপি নির্বাচিত হয়ে বিগত দশবছরে উখিয়া-টেকনাফের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন তাতে এ কথা প্রমাণীত যে, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের পাশাপাশি তাঁর অতিমানবীয় গুণাবলীর কারনে এই অঞ্চলের আপামর জনতা তাঁর জন্য পাগল প্রায়।

মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় উখিয়া-টেকনাফ আসনটি বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা। বিগত সবকটি ইউপি এবং উপজেলা নির্বাচনের ফলাফল সেটি প্রমাণ করে। কিন্তু এর মাঝেও আওয়ামীলীগের হয়ে কেবল ব্যক্তি আব্দুর রহমান বদি-ই বিএনপি-জামায়াত জোটের ভোট ব্যাংকে হানা দিয়ে দুই দুইবার এই আসনটি আপনাকে উপর দিতে পেরেছেন, যা অন্যকোন প্রার্থীর পক্ষে কখনোই সম্ভব হতনা। আজ জনপ্রিয়তার দিক থেকে তিনি যখন উচ্চতার চুড়ান্ত শিখরে ঠিক তখনই ঘরে বাইরের শত্রু একাট্টা হয়ে তাঁর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কিন্তু বাস্তবতা হল, যারা আজ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্নভাবে জোর লবিং চালাচ্ছেন সেই সকল ব্যক্তিরা একজোট হয়েও এমপি বদির এক তৃতীয়াংশ ভোট পাবেননা। তাদের কারোরই এমপি হওয়াতো দূরের কথা, সুষ্ঠু ভোটে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান হওয়ার ক্ষমতা নেই। কারন, তারা জনবিচ্ছিন্ন এবং জনপ্রিয়হীন। তাহলে প্রশ্ন থেকে যায়, তবুও কেন তারা মনোনয়নের জন্য উঠেপড়ে লেগেছেন? বিষয়টা একদম-ই পরিস্কার। একথা স্পষ্ট যে, উখিয়া-টেকনাফে বিএনপি’র প্রার্থী অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় একজন প্রার্থী। বিএনপি থেকে তিনি একাধারে চারবারের নির্বাচিত এমপি এবং সাবেক হুইফ। অতীতে যতগুলো নির্বাচন হয়েছে কখনোই বিএনপি থেকে তার বিরুদ্ধে গিয়ে অন্যকেউ প্রার্থী হওয়ার সাহস করেননি এবং তিনিই কন্ট্যিন্যু বিএনপি’র একক প্রার্থী এবং বহুবছর ধরে তিনি বিএনপি’র জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরকম একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে ভোটযুদ্ধ করে বিজয় চিনিয়ে আনার মত ব্যক্তি উখিয়া-টেকনাফে জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি ছাড়া দ্বিতীয়টি নেই বললেই চলে এবং এই ধ্রুব সত্যটি এখানকার বিএনপি-আওয়ামীলীগের সবাই জানেন এমন কি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরাও সেকথা স্বীকার করবেন অকপটে। বিগত দশবছরে আলহাজ্ব আব্দুর রহমান বদি সবক্ষেত্রে দৃশ্যমান যে উন্নয়ন করেছেন, গরীব দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তাতে বিএনপি’র প্রার্থী এবং ভোটারদের মনে বদ্ধমূল ধারনা যে, আব্দুর রহমান বদি’র সাথে ভোটে পাল্লা দিয়ে জয় হওয়াটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তাই তারাও এখন নোংরা কৌশলের আশ্রয় নিয়ে এমপি বদিকে ঠেকানোর চেষ্টায় রয়েছে। কারন, তারা জানেন, এমপি বদিকে টক্কর দেওয়া কোনভাবেই সম্ভব নয়। তাই তারা এখন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাথে গোপন আঁতাতের মাধ্যমে বদিকে মনোনয়ন বঞ্চিত করার মিশনে নেমেছেন, যাতে বিএনপি অনায়াসে জয়লাভ করতে পারে। সত্যি বলতে কি এখন বিএনপি-জামায়াতের একটি অন্যতম পরিকল্পনা হচ্ছে, যেকোনভাবে এমপি বদিকে মনোনয়ন বঞ্চিত করা এবং সেটাতে যদি তারা সফল হয় তাহলে তারা ঘুমিয়ে থেকেও জয়লাভ করতে পারবে। তাই বিএনপি-জামায়াত জোটের এখন অন্যতম কাজ গনসংযোগ না করে এমপি বদির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাঁকে মনোনয়ন বঞ্চিত করা। আজ এমপি বদি’র বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বৃহৎ একটা অংশ বিএনপি-জামায়াতের এবং বাকি যেসব আওয়ামীলীগ তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত তারা নিঃসন্দেহে বিএনপি-জামায়াতের সাথে গোপন আঁতাতের অংশীদার এবং এমপি আব্দুর রহমান বদি’র বিরুদ্ধ কোন প্রমাণ ছাড়াই নিয়মিত ইয়াবার প্রচার মূলত বিএনপি-জামায়াত জোটেরই একটি চলমান ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে পা দিয়ে এমপি আব্দুর রহমান বদিকে মনোনয়ন বঞ্চিত করা মানে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রের কাছে হেরে গিয়ে আসনটি তাদের হাতে তুলে দেওয়া। যদি আমার এ কথা বিশ্বাস না হয়, তাহলে আপনার বিশ্বস্থ গোয়েন্দা বাহিনী দিয়ে উখিয়া-টেকনাফের বাস্তব চিত্রটা যাচাই করার বিনীত অনুরোধ রইল। তথাপি, বর্তমান সাংসদ জনাব আব্দুর রহমান বদিকে মনোনয়ন বঞ্চিত করে লক্ষী আসন খ্যাত উখিয়া-টেকনাফ আসনটি বিএনপি-জামায়াত জোটের হাতে তুলে না দেওয়ার জন্য উখিয়া উপজেলা আওয়ামীলীগের ত্যাগী সহসভাপতি হিসেবে আপনার প্রতি আকুল আবেদন রইল।

মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন কারনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সামান্যতম ভুল মানে আমাদের অস্থিত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া। জনবিচ্ছিন্ন কোন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া মানে আওয়ামীলীগের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা তথাকথিত নেতা নামধারী বিএনপি-জামায়াতের এজেন্টদের ষড়যন্ত্রে পা দিয়ে বিএনপি-জামায়তকে বিজয়ী করা। কারন, এই মুহূর্তে বিএনপি’র প্রধান কাজ হল অপপ্রচার এবং অপবাদের মাধ্যমে উখিয়া-টেকনাফের জীবন্ত কিংবদন্তী জনপ্রিয় সাংসদ জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদিকে মনোনয় বঞ্চিত করা। যদি সেটা করতে পারেন তাহলে তাদের নির্বাচনের প্রধান কাজটি সম্পন্ন হবে বলে আমাদের ধারনা। কারন, এই আসনে বিএনপি’র শক্তিশালী প্রার্থী জনাব শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনা অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে কোন অবস্থাতেই সম্ভব নয়। সুষ্টু ভোটে যাদের পক্ষে নৌকা প্রতীক নিয়েও মেম্বার-চেয়ারম্যান হওয়া সম্ভব নয় তারাই কিনা আজ এমপি বদিকে হঠিয়ে মনোনয়ন পেতে লবিং করে যাচ্ছেন, যেটা আমার মত উখিয়া-টেকনাফের লক্ষলক্ষ নেতাকর্মী এবং সাধারন ভোটারের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। তাই সময় থাকতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার প্রার্থনা রইল। অন্যথায়, এই আসনটি নিশ্চিত বিএনপি’র দখলে যাবে বলে আগাম শতর্ক করে দিলাম।

বিনীত নিবেদক,
আমিনুল হক আমিন
সহসভাপতি উখিয়া উপজেলা আওয়ামীলীগ
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ, উখিয়া, কক্সবাজার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments