বাড়িআলোকিত টেকনাফবৃষ্টির ছোঁয়ায় আসছে শৈত্যপ্রবাহ

বৃষ্টির ছোঁয়ায় আসছে শৈত্যপ্রবাহ

সারাদেশের মতো কক্সবাজারে ও বাড়ছে শৈত্য প্রবাহ। শুক্রবার সকাল থেকে ঠান্ডা বাতাসের সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর পেরিয়ে গেলেও অনেক স্থানে সূর্যের দেখা মিলল না। ফলে জেলার বিভিন্ন স্থানে ব্যহত হচ্ছে জনজীবন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজার শহরে আবহাওয়ার তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।পাশাপাশি বাতাসের সাথে হালকা বৃষ্টিপাতের কারণে এই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন।

বৃষ্টির কারণে শহরের যানজট বেড়েছে। শুক্রবার ও শনিবার সরকারি ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে আসছে পর্যটকরা। ফলে তারা তাদের ছুটিকে উপভোগ করতে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বার্মিজ মার্কেট এ আসা এক দম্পতি পর্যটক।

শীতের প্রকোপ বাড়ার সাথে বাড়ছে বয়স্ক ও শিশুদের নানা ঠান্ডাজনিত রোগ। ফলে হাসপাতাল গুলোতে রোগিদের ভীড় লক্ষ্য করা যায়।

স্থানীয় বার্মিজ মার্কেট দোকান ব্যবসায়ী সোহেল জানান,” শীতের সাথে বৃষ্টি আসার কারণে আমাদের যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং পর্যটকরা অস্বস্থি ভোগ করছে।”

এই ব্যাপারে আপন টাওয়ারের শীত বস্ত্র বিক্রেতা তৌহিদুল ইসলাম জানান, ” শীত বাড়ার ফলে শীত বস্ত্রের প্রতি কাস্টমারদের আগ্রহ বেড়েছে। ভাল বেচাকেনা হচ্ছে কয়েক দিন ধরে।”

স্থানীয় এক পথগামী জানান, “টমটম চালকরা ও সেই সুযোগ কে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments