বাড়িআলোকিত টেকনাফমিয়ানমার থেকে বাংলাদেশে ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

মিয়ানমার থেকে বাংলাদেশে ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

নিজস্ব প্রতিবেদক।

মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ এখনো থামেনি। গতকাল বৃহস্পতিবারও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে ৬ রোহিঙ্গা। এ নিয়ে গত কয়েকদিনে ১১ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে জানা গেছে। 

অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হচ্ছে মোঃ আরিফ (২৪), মো,ইউনুছ (২৮), বশির আহম্মদ (২৫), সোনা আলী (৫৬), মোঃ সৈয়দ আলম (৪৭) ও মোঃ শওকত আলী (৩৭)। তারা মিয়ানমারের আকিয়াব জেলার মংডু গৌজিবিল এলাকার বাসিন্দা। এর আগে গত ২৭ এপ্রিল কবির আহমদ ও ফেডান নামে অপর দুই রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছিল। 

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা চলাকালে তারা গ্রেফতার হয়ে সেদেশের জেলহাজতে আটক ছিল। কিছুদিন পূর্বে মিয়ানমার জেল হতে মুক্তি পেয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মংডু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এবং ক্যাম্প-২৬ (শালবাগান) এ অবস্থান করছে। বিষয়টি ক্যাম্পের মাঝিরা অবগত আছে এবং বিষয়টি স্ব স্ব ক্যাম্প সিআইসিকে অবগত করা হয়েছে। তাদের গতিবিধির উপর গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments