বাড়িআলোকিত টেকনাফযানজটের নাকাল টেকনাফ পৌরসভা,স্থায়ী সমাধানের উদ্যোগ নেই সংশ্লিষ্টদের!

যানজটের নাকাল টেকনাফ পৌরসভা,স্থায়ী সমাধানের উদ্যোগ নেই সংশ্লিষ্টদের!

খান মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।৩এপ্রিল#
সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভায় যানজটে নাকাল পৌরজীবন।শহরের প্রধান সড়ক গুলোর দুই পাশ ভাসমান হকারদের দখলে।যত্রতত্র সিএনজি,টমটম,অটো রিক্সা,লেগুনা পার্কিং ও সড়কের পাশে অপরিকল্পিত হাট বাজার এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে অবহেলা যানজটের মূল কারন।বিড়ম্বনায় পড়ছে স্কুল-কলেজ ও পরীক্ষার হল গামী ছাত্র ছাত্রীরা।পৌরসভার বৎসরিক বাজাটে অনুষ্টানে যানজট নিরসনের ঘোষনা দিয়েও সকল যানবাহনকে বাস টার্মিনালের ব্যবহার নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।তবে উচ্ছেদ আভিযান আলোর মুখ না দেখার পিছনে স্থানীয় প্রশাসনকে দ্বায়ী করলেন পৌর মেয়র।
গেলো ২০০০ সালে টেকনাফ পৌরসভা গঠিত হয়ে দীর্ঘ ১৮বছর পেরিয়ে গেলেও ছোট্ট এই পর্যটন শহরকে যানজট মূক্ত করতে বারবার ব্যর্থ হয়েছে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন।আধুনিকায়নের জন্য টেকসই পরিকল্পিত কোন পদক্ষেপ চোখে পড়েনি।২০০০ সালে ও আগের সেই পুরানো রাস্তা,ঘাট,কালভার্ট সেই আগের মতোই রয়েগেছে।কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সড়কগুলো প্রশস্থকরনের প্র‍য়োজনীয়তা দেখা দিলেও পৌর কর্তৃপক্ষের সে দিকে খেয়াল রাখেনি।
সরেজমিনে দেখা গেছে,শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় প্রধান সড়কের পাশে গড়ে উঠা হাট বাজার গুলো দ্বীর্ঘ ১৮ বছরেও অন্যত্র সরিয়ে নিতে পারেনি পৌর কর্তৃপক্ষ।উল্টো বাস টার্মিলান হয়ে পুরাতন বাস স্টেশন ফোয়ারা মোড় থেকে উপর বাজার হয়ে শাহ পরীর দ্বীপ জীপ স্টেশন ও শাপলা চত্বর থেকে ইসলামাবাদ এলাকা পর্যন্ত সার্কেল টি প্রধান সড়কের দুই পাশ ভাসমাস হকারদের দখলে।এসব হকারদের সাথে কথা বলে জানা গেছে অবৈধ সুবিধা নিয়ে ইজারাদাররা এদের কে সড়কের পাশে বসে ব্যবসার সুযোগ করে দিয়েছে।কিন্তু পৌর মেয়র হাজী ইসলাম জানিয়েছেন, মূলত বাস স্টেশন এলাকায় দোকানের সামনে যেসব হকার গুলো দেখা যায় তাদের কাছে মাসিক ১০/১৫ হাজার টাকা ভাড়া নিয়ে বসার ব্যবস্থা করে দিয়েছে দোকান মালিকেরা।তবে উচ্ছেদ অভিযান পরবর্তি মনিটরিং এর বিষয়ে স্থানীয় প্রশাসনের উদাসীনতা উচ্ছেদ অভিযান আলোর মূখ দেখছেন না বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
শহরের ব্যস্ততম এলাকা কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের দু’পাশে নিয়ম বহির্ভূত ভাবে লেগুনা,সিএনজি,টমটম,অটো রিক্সা এলোপাতাড়ি পার্কিং করার ফলে সকাল থেকে রাত অব্দি তিব্র যানজটের সৃষ্ট হয়।সম্প্রতি দূর পাল্লার বাস,মিনিবাস গুলো বাস টার্মিনালে স্থানান্তর করা হলেও লেগুনা,মাইক্রো ও টমটম গাড়ী গুলো পুরাতন বাস ষ্টেশনটি ট্রাফিক পুলিশের সহায়তায় দখলে নিয়ে যাত্রী উঠা নামা করতে ঘন্টার পর ঘন্টা প্রধান সড়কে দাঁড়িয়ে থাকে।আবার ট্রাফিক পুলিশ কাগজ পত্র চেক করার নামে রাস্তার উপর বহিরাগত পন্যবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে উৎকোচ আদায় করে থাকে।এসব অনিয়ম প্রশ্রয়ের পিছনে টাফিক পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ।দায়িত্বরত ট্রাফিক পুলিশ প্রতিটি সিএনজি,মাহিন্দ্রা,লেগুনা গাড়ী গুলো থেকে মসিক দেড়শ থেকে ৫’শ টাকা করে উৎকোচ আদায় করে থাকে বলে অভিযোগ জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে এসব যানবাহন সমিতির নেতৃবৃন্ধ।
ট্রাফিক পুলিশের দায়িত্বরত পিএসআই রঊফ ও কাশেমের কাছে মাসিক উৎকুচ নেয়া এবং রোড পার্মিট ও নাম্বার বিহীন যানবাহন কি ভাবে চলাচল করে এই বিষয়ে জানতে চাওয়া হলে গ্রহনযোগ্য কোন উত্তর দিতে পারেননি।আপরদিকে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মেজিস্ট্রেট প্রনয় চাকমা মেয়রের বক্তব্যের বিরোধীতা করে বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।তবে অভিযান কে ফলপ্রসু করতে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয়দেরকে আরো আন্তরিক হতে হবে।খুব শিগ্রই পুরাতন বাস স্টেশনের সকল যানবাহন বাস্টার্মিনালে স্থানান্তর এবং সড়কের পাশ থেকে কাঁচা বাজার সরিয়ে অন্যত্র স্থানান্তরের জন্য কাজ শুরু হবে।
সকাল থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বাস স্টেশন কাঁচা বাজার এলাকা সড়কটি অনেকটা ভাসমান হকারদের দখলে থাকে।ফলে এই সড়কটি স্কুল কলেজ,হাসপাতালগামী একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়ার কারনে তীব্র যানজটের কবলে পড়ে বিড়বম্বনায় পড়তে হয় পরীক্ষার হলগামী ছাত্র-ছাত্রী ও হাসপাতালগামী মূমুর্ষ রোগী ও অফিসগামী স্টাফদের।স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরে ভাম্যমান আদালত নাম মাত্র উচ্ছেদ অভিযান চালালেও পরবর্তিতে তা মনিটরিং না থাকায় ভাসমান হকার মুক্ত হচ্ছেনা সড়কের দুই পাশ এমনটি জানিয়েছেন স্থানীয়রা।তাই পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের অন্তরিক প্রচেষ্টা টেকনাফ পৌর শহরকে যানজট মুক্ত করেতে পারে বলে অভিমত সচেতন নাগরিক সমাজের।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments