বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্পে নারী দিবস উদযাপন

রোহিঙ্গা ক্যাম্পে নারী দিবস উদযাপন

বার্তা পরিবেশকঃ-

‘প্রজন্ম হোক সমতার: উপলব্ধি করি নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বৃহৎ শরণার্থী ক্যাম্প কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১টায় কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিস্ট্যান্ট ক্যাম্প ইনচার্জ মমতা আফরিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশেতো বটেই, সারা বিশ্বেই নারীরা নানা ভাবে বঞ্চিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কী ঘরে, কী বাইরে। তাই নারীদের প্রাপ্য সম্মান দিতে হবে সবাইকে।

হেলবেটাস সুইস ইন্টার কোঅপারেশনের জেন্ডার এন্ড কমিউনিটি পার্টিসিপেশন কো অরডিনেটর তাজিন আক্তার বলেন, বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত নারীরা। তাদেরকে বৈষম্যের চোখে দেখা হয়। এ বৈষম্য দূর কতে হবে। নারীরা মায়ের জাতি সুতরাং তাদেরকে মায়ের মত সম্মান প্রদর্শন করতে হবে। নারী দিবসের অঙ্গিকার হোক একতা, পারস্পরিক সপ্রীতি ও সমঅধিকার।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা ‘হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ’ আয়োজনে সভায় একজন রোহিঙ্গা নারী বক্তব্য রাখেন। গোটা অনুষ্ঠানটি একজন নারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সবার মাঝে বেশ কৌতুহল দেখা দিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments