বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধিদলের সন্তোষ প্রকাশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধিদলের সন্তোষ প্রকাশ

বিশেষ পতিনিধিঃ-

কক্সবাজার সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা এবং সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় তারা বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল এবং ঘনবসতিপূর্ণ রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও ন্যূনতম সময়ের মধ্যে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের থাকা, খাওয়া, চিকিৎসা, স্যানিটেশন, বিদ্যুৎ সরবরাহসহ সার্বিক বিষয়াদি নিয়ে যেভাবে গুছিয়ে সেবা দিচ্ছেন, তা শরণার্থী আশ্রয়ে দেওয়া বিশ্বের অন্যান্য দেশসমূহের জন্য একটা অনুকরণীয় মডেল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও শরনার্থীদের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা দেখে এ মন্তব্য করেন।

আরআরআরসি মো. মাহবুব আলম তালুকদার ও জেলা প্রশাসনের সঙ্গে সার্বিক রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়েও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments