বাড়িআলোকিত টেকনাফশাহপরীর দ্বীপে বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম

শাহপরীর দ্বীপে বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম

বালু দিয়ে তৈরি বাঁধের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন
চর ও পাশের ভূমি বিলীন হওয়ার শঙ্কা

কালের কণ্ঠ অনলাইন,প্রিয় দেশ ঃ- 

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে চরের বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। ফলে নির্মাণাধীন এই বেড়িবাঁধের স্থায়িত্ব ও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে সাগর ও নাফ নদের মোহনায় নতুন করে জেগে ওঠা চরের বালু উত্তোলনের কারণে চর ও আশপাশের ভূমি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

জানা যায়, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে উখিয়া ও টেকনাফে নাফ নদ বরাবর পোল্ডার পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজের সুবিধার্থে ১৪২ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটি ভাগ করে দরপত্র আহ্বানের মাধ্যমে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এর মধ্যে প্রায় আট কোটি টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া থেকে জালিয়াপাড়া পর্যন্ত চার কিলোমিটার বাঁধ নির্মাণের কার্যাদেশ পেয়েছে শহীদ ব্রাদার্স ও গিয়াস কনস্ট্রাকশন।

সরেজমিনে গতকাল রবিবার শাহপরীর দ্বীপ ঘুরে দেখা যায়, দক্ষিণপাড়া থেকে জালিয়াপাড়া পর্যন্ত অংশে বেড়িবাঁধ নির্মাণকাজ চলছে ব্যাপক অনিয়মের মধ্যে। বেড়িবাঁধের কাজে ব্যবহার করা হচ্ছে বাঁধের বাইরে নতুন করে জেগে ওঠা চরের বালু। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানটি বাঁধের ভেতরের অংশ থেকেও বালু তুলে নিচ্ছে। বাঁধ নির্মাণে শক্ত মাটি ব্যবহারের শর্ত থাকলেও বেশির ভাগ অংশে চরের বালু ব্যবহার করা হচ্ছে।

দ্বীপের বাসিন্দাদের অভিযোগ, একটু দূর থেকে মাটি সংগ্রহ করতে হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাছের চর থেকে বালু তুলে বেড়িবাঁধে দিচ্ছে। এমনকি তারা বালু তুলতে গিয়ে বাঁধের ভেতরের অংশে কবরস্থান পর্যন্ত খুঁড়ে ফেলেছে। এ ছাড়া চর থেকে বালু তোলার কারণে জেগে ওঠা চরটি আবারও খালে পরিণত হচ্ছে এবং জোয়ারের সময় পাশের ভূমি ঘোলারপাড়ার অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দ্বীপের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ‘কাজের যে গতি এবং যে হারে দুর্নীতি হচ্ছে তাতে বাঁধটি টেকসই হবে বলে মনে হচ্ছে না। বাঁধটি দ্রুতই আবারও বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।’

টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন বলেন, ‘কোটি কোটি টাকা ব্যয়ে যে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে তার একটি অংশে চরম দুর্নীতি হচ্ছে। নাফ নদের একেবারে শেষ অংশে অর্থাৎ শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া অংশে সাগরের ঢেউ থাকায় সেখানে যেনতেনভাবে বেড়িবাঁধ নির্মাণ হলে তা টিকবে না। উপরন্তু সরকারের বিপুল টাকা গচ্চা যাবে। আমরা সেখানে অনিয়মের কথা শুনেছি। বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারদের এসব গাফিলতি ও দুর্নীতি রোধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘চরের বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণ এলাকাবাসী মেনে নেবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেড়িবাঁধের কাজে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে না পারলে ঊর্ধ্বতন কর্তাদের দ্বারস্থ হব।’

স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা একাধিকবার কাজ পরিদর্শনে এলেও তাঁরা বাঁধের কাজে অনিয়ম দেখেও না দেখার ভান করে চলে যান। কেউ অভিযোগ জানালেও তাঁরা তা আমলে নেন না।

এ ব্যাপারে কক্সবাজার পাউবোর উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে পাশের চরের বালু না তুলতে একাধিকবার বলা হয়েছে। দ্রুতই প্রকল্প এলাকায় গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা বাঁধ নির্মাণে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments