বাড়িআলোকিত টেকনাফ‘শিক্ষা পদক ২০১৮’ টেকনাফে শ্রেষ্ট সভাপতি হলেন এমপি বদি সরকারী প্রা: বিদ্যালয়ের...

‘শিক্ষা পদক ২০১৮’ টেকনাফে শ্রেষ্ট সভাপতি হলেন এমপি বদি সরকারী প্রা: বিদ্যালয়ের সভাপতি

আলোকিত টেকনাফ ডেস্ক:—

টেকনাফ উপজেলায় ৬৩টি সরকারী প্রাথামিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন এসএমসি কচুবনিয়া এমপি বদি সরকারী প্রাইমারী স্কুলের সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ। অনুভুুুতি জানতে  চাইলে জনাব জহির হোসেন এম,এ  বলেন, বিদ্যালয়টি সরকারিকরনে এমপি বদির অবদান অপরিসীম। এজন্য জনাব জহির ধন্যবাদ জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুর রহমান বদি এমপি কে।

টেকনাফ উপজেলার প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষ্যে শ্রেষ্টদের বাছাই ১৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। এতে শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ট শিক্ষক, শ্রেষ্ট শিক্ষিকা, শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ট এসএমসি, শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী, শ্রেষ্ট কাব শিক্ষক ও শ্রেষ্ট কাব শিশু এ ৯টি ক্যাটাগরিতে একটি শিক্ষা প্রতিষ্টানসহ মোট ৯জনকে চুড়ান্তভাবে বাছাই করা হয়েছে বলে টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।

এবারের শ্রেষ্টরা হলেন শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, শ্রেষ্ট শিক্ষক সাবরাং সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আনিস উল্লাহ, শ্রেষ্ট শিক্ষিকা উলুচামরী সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা কোহিনুর খানম, শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় পানখালী সরকারী প্রাইমারী স্কুল, শ্রেষ্ট এসএমসি কচুবনিয়া এমপি বদি সরকারী প্রাইমারী স্কুলের সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ, শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, শ্রেষ্ট কাব শিক্ষক পানখালী সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা ওয়াহিদা বেগম ও শ্রেষ্ট কাব শিশু পানখালী সরকারী প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র শাহীনুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments