বাড়িআলোকিত টেকনাফসাবরাং কাটাবনিয়াই মুরগীর বিষ্ঠার স্তুপে মিলল ৪০ হাজার ইয়াবা

সাবরাং কাটাবনিয়াই মুরগীর বিষ্ঠার স্তুপে মিলল ৪০ হাজার ইয়াবা

প্রেস বিজ্ঞপ্তিঃ-

টেকনাফের সাবরাং কাটাবনিয়া এলাকায় একটি মুরগীর ফার্ম এ বিষ্টার নীচে পাওয়া গেলে ৪০ হাজার ইয়াবা।

২৯ সেপ্টেম্বর ভোর রাতের দিকে বিজিবি জওয়ানরা ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ ১৮৩০ ঘটিকায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপিতে কর্মরত নায়েক মোহাম্মদ লালন খান এর নেতৃত্বে একটি টহলদল সাবরাং এলাকায় নিয়মিত টহলে গমন করে। টহলকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া এলাকায় একটি পোল্ট্রি ফার্মের ভেতর ইয়াবার একটি চালান লুকায়িত থাকতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ পোল্ট্রি ফার্ম এবং এর আশেপাশের এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ আনুমানিক ০৩৪০ ঘটিকায় উক্ত ফার্মের পার্শ্বে পোল্ট্রি ফার্মের মুরগীর নীচে বিছানো কুঁড়ো এবং ময়লা মিশ্রিত বিষ্ঠার স্তুপের নীচে একটি কালো পলিথিন দেখতে পায়। বিষয়টি সন্দেহ হওয়ায় উক্ত বিষ্ঠা অন্যত্র সরিয়ে বিষ্ঠার স্তুপের নীচ হতে পলিথিন দ্বারা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করতঃ খুলে গণনা করে ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৪০,০০০ (চল্লিশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments