বাড়িআলোকিত টেকনাফস্প্রীড ব্রেকার না থাকায় টেকনাফ স্কুল শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার!

স্প্রীড ব্রেকার না থাকায় টেকনাফ স্কুল শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার!

মিজানুর রহমান মিজান, স্পেশাল করস্পন্ডেন্টঃ-
টেকনাফের সাবরাং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার রাস্তায় শিক্ষা প্রতিষ্টান গুলোর সামনে নেই কোন স্প্রীড ব্রেকার।ফলে এই সড়ক রূপ নিয়েছে মরণ ফাঁদে।বিগত সময়ে এসব শিক্ষা প্রতিষ্টান গুলোর সামনে স্প্রীড ব্রেকার থাকলেও অদৃশ্য কারনে তা উঠিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সাবরাং ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ এলাকা সাবরাং কমিউনিটি সেন্টার।এই এলাকাটিকে ঘিরে সড়কের পাশে গড়ে উঠেছে হাট বাজার।এর উপর দিয়ে বয়ে যাওয়া শাহপরীরদ্বীপ পর্যন্ত সড়কটির পাশে রয়েছে সাবরাং কমিউনিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,ইসলামিক রিসার্স সেন্টার,তাছাড়া আশে পাশে এক কিলোমিটারের মধ্যে রয়েছে নূরানী কেজি সহ সহ আরো কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান।এসব শিক্ষা প্রতিষ্টান গুলোতে সব মিলিয়ে দেড় হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।অধিকাংশ শিক্ষার্থী দশ বছরের কম বয়সী শিশু।
সরেজমিনে দেখাগেছে,পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিন শিক্ষার্থীরা পায়ে হেটে এসব শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত করে।এসড়কের চলাচলকারী যানবাহনগুলোর অধিকাংশ চালক কমবয়সী অদক্ষ ও বেপরোয়া।শিক্ষা প্রতিষ্টান গুলোর সামনে স্প্রীড ব্রেকার না থাকার কারনে অত্যাধিক বেপরোয়া যান চলাচলের ভিতর দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ছুটির সময় জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে দেখা গেছে।যদিও সরকারী ভাবে শিক্ষা প্রতিষ্টানের সামনে গতি রোধক ব্যবস্থা রাখার বিধান রয়েছে।বিগত সময়ে শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকার হলেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েনি,এমনটি অভিযোগ স্থানীয় অভিবাবকদের।
সাবরাং কমিউনিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল অভিযোগ তুলেছেন,বিগত তিনবছর আগেও শিক্ষা প্রতিষ্টান গুলোর সামনে স্প্রীড ব্রেকার ছিলো।সড়ক মেরামতের সময় সংশ্লিষ্টদের অনুরোধ করার পরেও স্প্রীড ব্রেকার গুলো উঠিয়ে নেয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ছাত্র জানান,এই সড়কে ইয়াবা বহন কারীদের অবাধ যাতায়াতের সুবিধার্থে কৌশলে স্প্রীড ব্রেকার গুলো উঠিয়ে নেয়া হয়েছে।
এবিষয়ে টেকনাফ উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আশিক রেজা জানান,বিষয়টি তিনি অবগত নন এবং খোঁজ নিয়ে যতো দ্রুত সম্ভব উক্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে স্প্রীড ব্রেকার তৈরীর ব্যবস্থা নেবেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments