বাড়িআলোকিত টেকনাফহ্নীলায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

হ্নীলায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

[WD_Button id=20127]

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মানা, স্বাস্থ্যবিধি লংঘন ও দোকান কর্মচারিদের সুরক্ষা সামগ্রী না থাকায় পাঁচ দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৬ মে) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ-আনসারের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে উপজেলার হ্নীলা চৌমুহনী বাজারে নিউমার্কেটের ৫টি দোকান যথাক্রমে হ্নীলা বস্ত্র বিতান, আছমা ষ্টোর, রাব্বি ষ্টোর ও রংধনু ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৫ হাজার টাকা এবং জিসান বস্ত্র বিতানকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। অভিযান চলাকালে নৌবাহিনীর লে. আজহার, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ মডেল থানার এসআই নজিমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments