বাড়িআলোকিত টেকনাফহ্নীলায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

হ্নীলায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ-

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় মূল্য তালিকা সংযোজন না করা, অতিরিক্ত দামে ভোজ্য পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে ৬ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ মে) বেলা ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ-আনসারের যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়। ওই সময় মূল্য তালিকা সংযোজন না করা, অতিরিক্ত দামে ভোজ্য পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় উপজেলার হ্নীলা ষ্টেশনের দোকানদার জালাল উদ্দিন সওদাগরকে ১০ হাজার টাকা, ছৈয়দ ষ্টোর, জুনাইদ ষ্টোর, দেলোয়ার ষ্টোর, মোহাম্মদ ষ্টোরকে ৫ হাজার টাকা করে ও শাহ মজিদিয়া ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়৷

এছাড়া মহাসড়কের পাশে বসা অবৈধ তররকারীর বাজার আজকের মধ্যেই সরকার নির্ধারিত স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এসময় নৌ-বাহিনীর লেফট্যানেন্ট রেজওয়ানুল হক, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাহেদ ও বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুল আলমসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments