বাড়িআলোকিত টেকনাফ১৬ দিনে ‘বন্দুকযুদ্ধে’ ৮ ইয়াবা কারবারি নিহত

১৬ দিনে ‘বন্দুকযুদ্ধে’ ৮ ইয়াবা কারবারি নিহত

টেকনাফ সীমান্তে ইয়াবা পাচার অব্যাহত : এক চালানে ৮ লাখ ৪০ হাজার পিস উদ্ধার

আলোকিত টেকনাফ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে একের পর এক ইয়াবা কারবারিদের কথিত ‘বন্দুকযুদ্ধ’ যেমনি অব্যাহত রয়েছে তেমনি ইয়াবার চালান পাচারও সমানে চলছে। আজ শনিবারও এক অভিযান চালিয়ে বিজিবি জওয়ানেরা টেকনাফ সীমান্ত থেকে বড় চালানের ৮ লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক যুবককে আটক করেছে।

টেকনাফ সীমান্তে সাম্প্রতিক সময়ে ইয়াবা কারবারিদের কথিত ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা বেড়েছে উদ্বেগজনকভাবে। এমনকি গড়ে দু’দিনের ব্যবধানে একজন করে ইয়াবা কারবারি কথিত ‘বন্দুক যুদ্ধে’র শিকার হচ্ছেন। টেকনাফ থানার পরিসংখ্যান মতে গত ১৬ দিনে ৮ জন ইয়াবা কারবারি নিহত হয়েছেন। তারপরেও ইয়াবা পাচার থেমে নেই।

বিজিবি জানিয়েছে, আজ শনিবার ভোরে টেকনাফের সাবরাং খুরের মুখ অস্থায়ী পোস্টের জওয়ানেরা সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালিয়ে বড় একটি ইয়াবার চালান উদ্ধার করেছে।

এদিকে টেকনাফে জুমার নামাজ থেকে তুলে নিয়ে যাওয়া জিয়াউল বশির শাহীন (২২) নামের একজন ইয়াবা কারবারির লাশ মিলেছে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে। আজ শনিবার সকালে শাহীনের স্বজনেরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। নিহত শাহীন টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হ্নীলা দরগাহ গেইট এলাকায় দুই ইয়াবা কারবারির মধ্যে গুলাগুলিতে নিহত হয়েছেন জিয়াউল বশির শাহীন। এ ঘটনায় তিনজন পুলিশও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি বন্দুক, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত ১৬ দিনে ৮ জন ইয়াবা কারবারি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments