বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পুলিশের গুলিতে ৩ মানব পাচার মামলার পলাতক আসামী নিহত!

টেকনাফে পুলিশের গুলিতে ৩ মানব পাচার মামলার পলাতক আসামী নিহত!

খাঁন মাহমুদ আইউব। 
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত হয়েছে।নিহতরা হলেন শাহপরীরদ্বীপের শুক্কুরের পুত্র কোরবান আলী (৩০), পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার রোহিঙ্গা আলী হোসেনের পুত্র আবদুল কাদের ও একই এলাকার রোহিঙ্গা সুলতানের পুত্র আবদুর রহমান (৩০)।সোমবার দিবাগত রাত (২৫ জুন) পৌনে ৩টা নাগাদ  উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ৩ যুবক মানবপাচার মামলার পলাতক আসামী বলে দাবী করেছেন টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।
তিনি জানান, সোমবার রাতে ওই তিন যুবক উপজেলার মহেশখালীয়া পাড়া ঘাটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল কাদের, কোরবান ও আবদুর রহমানসহ তাদের সহযোগীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাতে চেষ্টা করে।আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল তল্লাশী করে ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১৫ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড কার্তুজের খালী খোসা সহ ৩ জন মানবপাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।উক্ত ঘটনায় পুলিশের এএসআই  সায়েফ, কনেস্টেবল মং ও শুক্কুর সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরো জানান, সকালে লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments