বাড়িকক্সবাজারপেকুয়াকক্সবাজারে বিকাশ এজেন্টের টাকা লুটের ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ১৮ লাখ টাকা

কক্সবাজারে বিকাশ এজেন্টের টাকা লুটের ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতারসহ নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব।

আটককৃত আসামিরা হলো, মো. সাইফুল (৩১) ও মো. কফিল উদ্দিন (২২)। সাইফুল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে এবং কফিল উদ্দিন চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন রুমকাটা, ৯ নম্বর ওয়ার্ড এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।

কক্সবাজারে র‌্যাবের সদর দফতরে রোববার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলার বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস হতে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্বারা চুরি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সিকদারপাড়া, ২ নম্বর ওয়ার্ডের জনৈক আনোয়ার মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে পালানোর সময় ২ জনকে আটক করা হয়। পরে বসতঘরের বারান্দায় মাটির নিচে বস্তা মোড়ানো নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগণ রাতের খাবার খেতে হোটেলে যাওয়ার সুযোগে মাথায় হেলমেট পড়ে প্রথমে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে অফিসের ভল্ট ভেঙ্গে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments