বাড়িআলোকিত টেকনাফজাতীয় শোক দিবসে ৫০ হাজার মানুষকে খাবার দেবে সাবেক এমপি বদি

জাতীয় শোক দিবসে ৫০ হাজার মানুষকে খাবার দেবে সাবেক এমপি বদি

মিজানুর রহমান মিজান

পুরো দেশ ও জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতি সত্তার উন্মেষকারী ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত।

রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়সহ সর্বত্র কোরআনখানি, মিলাদ, দোয়ার মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনার পাশাপাশি দুঃস্থদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে।

উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। তিনি জানিয়েছেন,আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উখিয়া টেকনাফে পবিত্র কোরআনখানি, বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হবে।

আবদুর রহমান বদি আরও জানান, সর্বমোট ৫০ হাজার মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছি। জাতীয় শোক দিবসের সকাল থেকেই চলবে পবিত্র কোরআন তেলোয়াত। দুপুর ১২টায় হবে বিশেষ মোনাজাত। আর সাড়ে ১২ টায় শুরু হবে খাবার বিতরণ।

গণভোজের জন্য এরই মধ্যে আবদুর রহমান বদির পক্ষ থেকে ৩০টি বড় আকারের গরু কেনা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments