বাড়িআলোকিত টেকনাফবরেণ্য সাংবাদিক ছৈয়দ হোছাইন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরেণ্য সাংবাদিক ছৈয়দ হোছাইন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরাফাত সানি,টেকনাফ

কক্সবাজারের টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক আজকের কক্সবাজার বার্তা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মাওলানা মো. ছৈয়দ হোছাইনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ আগস্ট) বিকেলে টেকনাফ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন টেকনাফ প্রেসক্লাবের সহ- সভাপতি আশেক উল্লাহ ফারুকী।

এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা হাফেজ মুহাম্মদ কাশেম, উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকী, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি তাহের নাঈম ও গোলাম আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শারেক, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, দপ্তর সম্পাদক পারভেজ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক আবুল আলী ও সদস্য মাওঃ জিয়াউর রহমান জিয়া।

কর্মরত সাংবাদিকদের মধ্যে টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, সাবেক সভাপতি মৌলভী জুবাইর, সাধারণ সম্পাদক সামি জাবেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরফাত সানি, সহ-সভাপতি আক্তার হোসেন হিরু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, আইসিটি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম মাহমুদ, পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ উল্লাহ, প্রচার সম্পাদক ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুহাম্মদ মামুন, সাংবাদিক ইউনিটির সদস্য হেলাল উদ্দিন, সংবাদকর্মী এমএ হাসান, প্রমুখ।

এদিকে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা ছৈয়দ হোসেনের বাল্যবন্ধু, টেকনাফ মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ আব্দুল জলিল ও তাঁর বড় ছেলে জে,এম তরিকুল ইসলাম বকুল ও ছোট ছেলে হোসাইনুল মোস্তফা রায়হান।

পরে মরহুম আলহাজ্ব মাওলানা মো. ছৈয়দ হোছাইনের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২ আগষ্ট) ভোর ৩ টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বর্ষিয়ান সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা ছৈয়দ হোছাইন। তিনি অর্ধশত বছর ধরে টেকনাফে সাংবাদিক ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দৈনিক সংবাদপত্র সম্পাদনার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা, সমাজসেবা, উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনি। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে যান আজীবন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments