আলোকিত টেকনাফসারাদেশ

সেন্টমার্টিনে দুটি অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে

এম এ হাসান টেকনাফ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর ও অন্যজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুইটি মরদেহ ভেসে আসে। তবে মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *