উখিয়ায় দারিদ্র্য পীড়িত ৫০ জনের মাঝে গাভী ও টিন বিতরন
শাহ্ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ ডটকম ঃ- —
ব্র্যাক এবং UNHCR কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলার উখিয়ায় দারিদ্র্য পীরিত প্রায় ৫০ জন স্থানীয় জনগনের মাঝে গাভী ও টিন বিতরন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এবং UNHCR এর সংশ্লিস্থ কতৃপক্ষ।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, বর্তমান সরকার দারিদ্র্য নির্মুলে বধ্যপরিকর ।এজন্য বেসরকারী সংস্থা সহ সকলের ই সমান ভাবে এগিয়ে আসতে হবে । জেলা প্রশাসন এর পক্ষ থেকে এত সুন্দর উদ্যোগ গ্রহনের জন্য BRAC এবং UNHCR কে ধন্যবাদ স্থানীয় জনগন।