কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার শিকার পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার আসামী ছিনতাইকারী সাইফুল ইসলাম বাবু (২০) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি টিম। রোববার (২৬ আগস্ট) ভোরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক বাবু কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকার আবছার ড্রাইভারের ছেলে ও চিহ্নিত ছিনতাইকারী এবং সাগর হত্যা মামলার অন্যতম আসামী বলে জানায় ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক (ওসি) মানস বড়ুয়া জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর ডিবি পুলিশ তথ্যে’র ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সাগর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।