আলোকিত টেকনাফ

টেকনাফে ইয়াবাসহ আটক তিন ব্যাক্তির ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

শাহ্‌ মুহাম্মদ রুবেলঃ-

টেকনাফে ইয়াবাসহ আটক তিন ব্যাক্তির ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত । ২২ মে মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইয়াবা পাচার ও সেবনের দায়ে টেকনাফ হোয়াইক্যং কুতুবদিয়া পাড়া এলাকার মৃত সালেহ আহাম্মদের ছেলে আবু তালেব(৪২), উখিয়া লম্বাঘোনা এলাকার আাজিজুর রহমানের ছেলে মোঃ সমির (১৮) ও বালুখালী পুরাতন বাজার এলাকার জাফর আলমের ছেলে মোঃ মহিম(১৮)কে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদের কক্সবাজার কারাগারে প্রেরন করার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার ইয়াবা সমূহ জনসম্মূখে ধ্বংস করা হয়েছে।
ওইদিন সকালে হোয়াইক্যং পুলিশ ফাড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হোয়াইক্যং কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *