টেকনাফে গরীব নারী-পুরুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নলকুপ বিতরণ

নিউজ ডেস্কঃ-

টেকনাফের পল্লী এলাকায় পানীয় জলের সংকট নিরসনে গরীব অসহায় নারী-পুরুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নলকুপ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। টেকনাফ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৩০টি নলকুপ বিতরণ করা হয়।
জানা যায়, ৬ আগস্ট দুপুরে টেকনাফ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্টিত সভায় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব অসহায় নারী-পুরুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নলকুপ বিতরণ উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ অনুষ্টানে গরীব অসহায় নারী-পুরুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৩০টি নলকুপ বিতরণ করা হয়। বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী অফিসার, সিএ ছৈয়দ হোছাইন মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *