টেকনাফ পল্যানপাড়া থেকে ৮৪ পিস বিয়ার ক্যান সহ আটক ২
নিজস্ব প্রতিনিধিঃ-
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পুরাতন পল্যানপাড়া এলাকা থেকে ৮৪ পিস বিয়ার ক্যান সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পুরাতন পল্যানপড়া এলাকায় অটোরিক্সাযোগে বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে গমন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হক এর নেতৃত্বে ২১/০৫/২০১৮ ইং তারিখ ২০.১৫ ঘটিকার সময় টেকনাফ থানাধীন পল্যানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিয়ার পরিবহনের সময় ০১ টি অটোরিক্সা সহ আসামী (০১) মোঃ সৈয়দ ছলিম (২৪), পিতা-মৃতঃ মোঃ আলম, সাং-পুরাতন পল্যানপাড়া, (০২) মোঃ ইয়াসিন (১৯), পিতা-মৃতঃ মোঃ কাসিম, সাং-পুরাতন পল্যানপাড়া, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের হাতেনাতে ধৃত করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে অটোরিক্সা হতে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ৮৪ পিস ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী (০১) মোঃ সৈয়দ ছলিম (২৪), (০২) মোঃ ইয়াসিন (১৯) অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (বিয়ার) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ২২(গ)/৩৩(১) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।