আলোকিত টেকনাফ

বিজিবির জালে ইয়াবা সুন্দরী আটক!

খাঁন মাহমুদ আইউব(কক্সবাজার) প্রতিনিধি:-

১৯জুলাই।কক্সবাজার’র টেকনাফে ইয়াবা সহ এক নারীকে আটক করেছে বিজিবি।উদ্ধার করা হয়েছে ১০হাজার ৯শ ৮৪পিচ ইয়াবা।জব্দ করা হয়েছে নগদ টাকা ও মোবাইল।
১৮ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উপজেলার শিলখালী বিজিবি চেক পোস্টে কক্সবাজার গামী একটি সিএনজি আটো থামিয়ে তল্লাশি চালায়।এসময় কক্সবাজার টেকপাড়া এলাকার জনি’র স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৫)কে আটক করা হয়।তার শরীরের লুকানো অবস্থায় ১০হাজার ৯শ ৮৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩২ লক্ষ ৯৫ হাজার ২শ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।জব্দ করা হয়েছে ১৫ হাজার টাকা মূল্যের তিন টি ফোন সেট সহ সাড়ে চার হাজার নগদ টাকা।আটক কৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ২বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর শরিফুল ইসলাম জুমাদ্দার সংবাদ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *