বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় জহির হত্যাকাণ্ডের প্রধান আসামী রায়হান আটক

উখিয়ায় জহির হত্যাকাণ্ডের প্রধান আসামী রায়হান আটক

শাহ্‌ মুহাম্মদ রুবেল, সম্পাদক
আলোকিত টেকনাফ ডটকম

কক্সবাজারের উখিয়ায় জহির উদ্দিন নামে এক দোকানদারকে কোমলপানীয় বোতলে ব্যাটারীর পানি মিশিয়ে খাইয়ে দিয়ে হত্যার প্রধান আসামী রায়হানকে আটক করেছে  র‍্যাব-১৫।

শুক্রবার (১৯ ‍জুন) দিবাগত রাত ১১টার দিকে উখিয়ার রত্নাপালং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ গনমাধ্যম শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি  জানান, কোটবাজারগামী একটি সিএনজি থামানোর সংকেত দিলে সিএনজির পিছনের সিটে বসা এক যাত্রী সিএনজি থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের নবী সুলতানের ছেল। সে উখিয়া থানার নিয়মিত মামলা ১৫, তাং ১৮/৬/২০ইং, ধারা ৩০২/৩৪ দঃবিঃ এর  আসামি বলে জানা যায়।

এর আগে, রায়হান ও তার দুই সঙ্গী চক্রান্ত করে জহির উদ্দিনকে কোমলপানীয় বোতলে ব্যাটারির পানি মিশিয়ে পান করায়।  এতে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ তারিখ মৃত্যুবরণ করে। 

আটক রায়হানকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া  থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব-১৫ এর গনমাধ্যম শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments