বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় দেশি-বিদেশী মুদ্রাসহ রোহিঙ্গা দম্পতি আটক

উখিয়ায় দেশি-বিদেশী মুদ্রাসহ রোহিঙ্গা দম্পতি আটক

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ বেশি-বিদেশী মুদ্রা, স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলো ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের মোঃ ইসলামের ছেলে আইয়ুব (৩৪) ও তার স্ত্রী নুরনেছা (৩২)। তাদের রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। 
শনিবার রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন কুতুপালং পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 
সূত্র জানায়, কুতুপালংয়ের ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের মোঃ ইসলামের ছেলে আইয়ুব (৩৪) এর বসত ঘরের মেঝে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণের বার, স্বর্ণালঙ্কার এবং দেশি ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।
অভিযানে ৩ টি স্বর্ণের বার, ১৯ টি আংটি,
২ জোড়া কানের দুল, ২ টি ছোট টিকলি,
১ টি ব্রসলেট, ৪টি চেইন (লকেট সহ ০৩ টি এবং লকেট ১ টি), ২ টি চুলের ক্লিপ, ৮ চুড়ি, ১ টি নাক ফুল,
১ টি গলার নেকলেসহ মোট ৮০৪ গ্রাম। এবং ২৬,০৩, ১২০ বাংলাদেশী মূদ্রা (টাকা) ও মায়ানমারের মূদ্রা ৩১,৭৪,৮০০/- কিয়াট।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments