বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

উখিয়া প্রতিনিধি।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জামান চৌধুরী উপজেলার ব্যস্ততম স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্টেশন এলাকার হোটেল গুলোর খাবারের মান যাচাইকালে জব্বারিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সোনারপাড়া বাজারের বিভিন্ন মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য আছে কি না তা দেখেন এবং পণ্যের বাজার মূল্য যাচাই করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জামান চৌধুরী।

এছাড়া লাইসেন্স বিহীন গাড়ি চালানো, অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে বিভিন্ন সিএনজি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

এ দিকে, উপজেলা নির্বাহী অফিসারের এমন অভিযানকে সময়োপযোগী সিদ্ধান্ত মনে করে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments