বাড়িআলোকিত টেকনাফউখিয়া ও চকরিয়ায় আরও ৩ জনের করোনা ‘পজিটিভ’, ২৯ দিনের টেষ্টে ‘নেগেটিভ’...

উখিয়া ও চকরিয়ায় আরও ৩ জনের করোনা ‘পজিটিভ’, ২৯ দিনের টেষ্টে ‘নেগেটিভ’ ১০০১

নিজস্ব প্রতিবেদকঃ-

মরণঘাতি করোনাভাইরাস যেন কক্সবাজারকে পিছু ছাড়ছেই না! প্রতিদিনই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবারও (২৯ এপ্রিল) নতুন তিনজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন উখিয়া ও একজন চকরিয়া উপজেলার বাসিন্দা রয়েছেন।

এ নিয়ে গত ২৯ দিনে কক্সবাজার জেলা ও প্রতিবেশী নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই ক’দিনে এক হাজার ১২৬ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট করা হয়েছে। যাদের মধ্যে নেগেটিভ এসেছে এক হাজার একজন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া, কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির ও কলেজের প্রধান ল্যাব টেকনোলজিষ্ট এটিএম মাইনুল এহসান চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments