বাড়িআলোকিত টেকনাফঈদগাঁওতে তিন বিক্রেতাকে ৫০০০০ টাকা জরিমানা করল জেলা প্রশাসন

ঈদগাঁওতে তিন বিক্রেতাকে ৫০০০০ টাকা জরিমানা করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ-

চলমান করোনাভাইসের এই কঠিন সময়ে পণ্যের মূল্য অতিরিক্ত নিয়ে আসছে কিছু অসাধু ব্যবসায়ীরা। পেঁয়াজ, আদা-রসুন ও অন্যান্য পণ্যের দাম তারা বাড়তি দামে বিক্রির অভিযোগ আসছে দীর্ঘদিন ধরে। তাই ভোক্তাদের কথা চিন্তা করে অভিযানে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) ককক্সবাজার সদরের ঈদগাঁওতে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে তিনজন বিক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

দুই দোকানকে ২০ হাজার টাকা করে এবং আরেক দোকানকে ১০ হাজার টাকা এই অর্থদণ্ড করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা এবং সৈয়দ মুরাদ ইসলাম।

ঈদগাঁওতে তিন বিক্রেতাকে ৫০০০০ টাকা করল জেলা প্রশাসন

ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা জানান, চলমান অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও এলাকাতে বাজার মনিটরিং এবং করোনা সংক্রমণ রোধে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও রাস্তায় অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments