বাড়িআলোকিত টেকনাফএকটি পোয়া মাছের দাম আড়াই লাখ টাকা!

একটি পোয়া মাছের দাম আড়াই লাখ টাকা!

জাকারিয়া আলফাজ, টেকনাফ   ||

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে আটকা পড়েছে আড়াই লাখ টাকা দামের একটি বড় সামুদ্রিক পোয়া মাছ (জৌ ফিস)। কালো রঙের পোয়া মাছটির ওজন ৩৫ কেজি।

জানা যায়, শনিবার সকালে টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দু শুক্কুরের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। এ সময় তার জালে বড় পোয়া মাছটি ধরা পড়ে।

ট্রলারের মালিক আব্দু শুক্কুর কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার আমার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে গেলে পোয়া মাছটি আটকা পড়ে। জেলেরা মাছ শিকার শেষে বিকাল ২টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরলে স্থানীয় মাছ ক্রেতারা মাছটি কিনতে আগ্রহ দেখায়। পরে মাছ ক্রেতা লালুর কাছে ২ লাখ ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিই।’

পোয়া মাছটির ক্রেতা লালু বলেন, ‘৩৫ কেজি ওজনের কালো রঙের পোয়া মাছটি আড়াই লাখ টাকায় কিনে কক্সবাজার নিয়ে যাচ্ছি। আশা করছি দ্বিগুণ দামে মাছটি বিক্রয় করতে পারব।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের ইয়ার ব্লাডার নামক অংশটি সবচেয়ে মূল্যবান। এটি ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে সোনালী রঙের পোয়া মাছ হলে দাম কয়েকগুণ বেশি হয়।’কালের কণ্ঠ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments