বাড়িবাংলাদেশএক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

[WD_Button id=20227]

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন।  

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।  

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।      

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৫৮৫ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ ১৩ হাজার ০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ১৭৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৮১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।       

RELATED ARTICLES

Most Popular

Recent Comments