বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে করোনা রোগী এখন ৫০, স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন

কক্সবাজারে করোনা রোগী এখন ৫০, স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-

কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধশত পূর্ণ হয়েছে। সোমবার (৪ এপ্রিল) পর্যন্ত কক্সবাজার জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৩৯ জন। মঙ্গলবার (৫ মে) একদিনে একজন চিকিৎসকসহ ১১ জনের রিপোর্ট পজিটিভ আসায় কক্সবাজার জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৫০-এ উন্নীত হয়।

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার স্বাস্থ্য বিভাগ। অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে জেলায় করোনাভাইরাস সংক্রামণ। দিন দিন আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা দিনরাত ঝুঁকি উপেক্ষা করে রোগীদের সেবা দিতে দিতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। তারপরও ক্লান্তি, অবসাদকে দূরে ঠেলে দিয়ে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন।

৫০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে একজন মহিলা রোগী মৃত্যুবরণ করেছেন, ৪ মে পর্যন্ত ৪ জন সুস্থ হয়েছেন। রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন ২৬ জন করোনা রোগীর মধ্যে ৫ জন রোগী সুস্থ হওয়ার পথে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

কক্সবাজার জেলার ৫০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়াতে ৬ জন, চকরিয়াতে ১৬ জন, সদর উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় ৩ জন ও রামু উপজেলায় ৩ জন।

জেলার একমাত্র কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী ছেনুআরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছেন কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments