বাড়িআলোকিত টেকনাফকাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবীতে টেকনাফে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবীতে টেকনাফে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

শাহ্‌ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ ডটকমঃ-

বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে অস্বীকারকারী তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী কর্তৃক আয়োজিত পঞ্চগড়ের আহমদনগরে “জাতীয় ইজতেমার নামে ঈমান বিধ্বংসী কার্যক্রম বন্ধ ও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবীতে টেকনাফে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷

আজ ১৩ ফেব্রুয়ারী বুধবার বাদ দুপুর কক্সবাজার কুওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (ইত্তেহাদ) এর মহাসচিব ও টেকনাফ আল-জামিয়া-আল ইসলামিয়ার প্রধান পরিচালক মুফতি কিফায়তুল্লাহ শফিকের নেতৃত্বে ‘টেকনাফ উপজেলা কুওমী মাদ্রাসা পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবরাং বড় মাদ্রাসার পরিচালক মুফতি নুর আহমদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাওঃ সাইফুল ইসলাম সাইফী, মাওঃ সেলিম উল্লাহ প্রমুখ। এ সভা পরিচালনা করেন মাওলানা ইলিয়াছ ফারুক।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানীরা কাফের৷ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ৷ ৯০% মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারীদের ঈমানবিধ্বংসী কোন কার্যক্রম চলতে দেয়া হবে না৷ অনতিবিলম্বে কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ সহ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবী জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে মুফতি কিফায়তুল্লাহ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের দালাল ৷ ৯০% মুসলমানের দেশে তার অনুসারী কাদিয়ানীদের কোন ইজতেমা হতে দেয়া হবে না ৷ আকিদায়ে খতমে নবুওয়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ ৷ পবিত্র কুরআন শরীফের ৯৯টি আয়াত এবং দুই শত দশটি হাদীস দ্বারা আকিদায়ে খতমে নবুওয়াত সু-প্রমাণিত৷ আকিদার ব্যপারে কাদিয়ানিদের সাথে কোন আপোষ হতে পারে না ৷ কাদিয়ানীরা কাফের, তাদের সাথে মুসলমানদের বিবাহ বন্ধন’সহ সর্বপ্রকারের আত্মীয়তার সম্পর্ক করা হারাম৷

তিনি বলেন, কাদিয়ানীরা অমুসলিম; তাদের কোন মসজিদ হতে পারে না ৷ নামায, রোজা হজ্জ, যাকাত ইত্যাদি ইসলামী পরিভাষা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না ৷ কোন কাদিয়ানী মারা গেলে তার জানাযা পড়া যাবে না এবং মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না৷

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মুফতি কিফায়তুল্লাহ আরো বলেন, অনতিবিলম্বে পঞ্চগড়ে যদি কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমার উদ্যোগ নিষিদ্ধ করা না হয়, তাহলে প্রয়োজনে লক্ষ কোটি তৌহিদী জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে ৷ বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী সকল কার্যক্রম বন্ধ করা হবে ৷

প্রতিবাদ সমাবেশ শেষে টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা দুআর মাধ্যমে সমাপ্ত হয়৷

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments