বাড়িআলোকিত টেকনাফকাল টেকনাফ বাস টার্মিনাল টিকেট কাউন্টারের উদ্বোধন করবেন সাংসদ আব্দুর রহমান বদি

কাল টেকনাফ বাস টার্মিনাল টিকেট কাউন্টারের উদ্বোধন করবেন সাংসদ আব্দুর রহমান বদি

আলোকিত টেকনাফ অনলাইনঃঃ

টেকনাফ পৌর শহরের নাইট্যং পাড়া বাস টার্মিনালের মান সম্মত টিকেট কাউন্টার ও শৌচাগারের নির্মাণ কাজ। এটির কাজ ও ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত আছেন, টেকনাফ পৌর কর্তৃপক্ষ।

২০ অক্টোবর সকাল ১১ টায় নবনির্মিত টিকেট কাউন্টারের শুভসূচনা করবেন, উখিয়া-টেকনাফের সাংসদ আব্দুর রহমান বদি।

অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, নির্বাহী অফিসার রবিউল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনার থাকবেন, টেকনাফ পৌল মেয়র হাজী মোঃ ইসলাম।

তৎকালীন বি,এনপি সরকারের আমলে বাস টার্মিনালটি নির্মাণ করলেও মান সম্মত এবং পরিবেশগত উপায়ে বাস কাউন্টার গড়ে না উঠায় এখান থেকে দীর্ঘদিন যাবৎ বাস যোগাযোগ ও সকল কার্যক্রম বন্ধ ছিল। ফলে টেকনাফ ষ্টেশান থেকে বাস চলাচল করতো এবং যানজটে নাকালে থাকতো যাত্রী সকল। রোহিঙ্গা আগমনের প্রেক্ষিতে ষ্টেশানে এবং সড়কে যানজাট নামক যন্ত্রনা থেকে বাঁচতে শেষ পর্যন্ত টেকনাফ পৌরসভার কাছে ন্যাস্ত হয় নাইট্যংপাড়া বাস টার্মিনালটি। এর পর থেকে চলতি বছর টেকনাফ বাস টার্মিনালের টিকেট কাউন্টার ভবনের নির্মাণ কাজ হাতে নেয়। ষ্টেশান থেকে সকল বাস, পরিবহণ, ট্রাক ও ছোট বড় বাস, বাস টার্মিনালে নবনির্মিত টিকেট কাউন্টারে চলে গেলে, দীর্ঘদিনের যানজাটের ভোগান্তি থেকে পৌরবাসীসহ যাত্রী সকল স্বস্থির নিশ্বাস ফেলবে। এ মহৎ উদ্দ্যোগ পৌরকর্তৃপক্ষ হাতে নেওয়ায় সীমান্তের সচেতন মহল মেয়র হাজী মোঃ ইসলামকে সাধুবাদ জানিয়েছে।

এদিকে ১৯শে অক্টোবর সকাল ১১ টায় সড়ক ও জনপদ বিভাগের উদ্বোগে বাস টার্মিনালের আশ-পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments