বাড়িআলোকিত টেকনাফচট্টগ্রামে সাংবাদিকতায় 'রিপোর্টিং' বিষয়ক কর্মশালা ২০১৯ ইং সম্পন্ন

চট্টগ্রামে সাংবাদিকতায় ‘রিপোর্টিং’ বিষয়ক কর্মশালা ২০১৯ ইং সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি।

চট্টগ্রামের শীর্ষ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘চাটগাঁ সময়’ কর্তৃক আয়োজিত ‘জীবন প্রিয়া মিডিয়া’র সহযোগীতায় সাংবাদিকতায় ‘রিপোর্টিং’ বিষয়ক কর্মশালা ২০১৯ ইং সম্পন্ন হয়েছে। এতে কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার কৃতি সন্তান সাংবাদিক হাবিবুল ইসলাম হাবিব কর্মদক্ষতায় সনদ অর্জন করেন। শুক্রবার ২৮ জুন বিকেল ৩ ঘটিকার সময় নগরীর বহদ্দারহাট আবাসিক এলাকায় অবস্থিত এশিয়ান স্কুল এন্ড কলেজ এর অডিটোরিয়াম হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ‘চাটগাঁ সময়’ নির্বাহী সম্পাদক এস.ডি জীবন এবং চ্যানেল এস এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুরুল আজিম খোকনসহ প্রমূখ। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কর্মক্ষেত্রে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষতার সাথে নিজেদের সুরক্ষা করতে পারেন। কোন গণমাধ্যমের সাংবাদিকরা যেন তাদের অধিকার ও ঝুঁকি হ্রাস করে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শারীরিক শিক্ষার বিষয়ে আরও সক্রিয় হয় সে ব্যাপারে তাদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে। ‘কর্মশালা’ শেষে প্রশিক্ষণ গ্রহনকারী প্রত্যেকের হাতে সনদ তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments