বাড়িআলোকিত টেকনাফটেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টার পর ফারিহা জান্নাত (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার হ্নীলা দারুস্ সুন্নাহ মাদরাসার পেছনে মরদেহটি পাওয়া গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ হয় ফারিহা। তিনি পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে আমার মোবাইল ফোনে ০১৮৪৬৪৫৫৫০৫ এ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলাম।’

মরদেহ উদ্ধারের পর টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে শুক্রবার সকালে তিনি জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তারপরও খবরটি শুনে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং শিশু শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments