বাড়িআলোকিত টেকনাফটেকনাফে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

টেকনাফে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে জলবায়ু ফোরামের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে ২৮ সেপ্টেম্বর( শুক্রবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত আলোচনা টেকনাফ উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার,সমবায় কর্মকর্তা,উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ,জেলা কোস্ট ট্রাস্টের একাউন্টস অফিসার জাহেদুল হক,কোস্ট ট্রাস্টের উপজেলা ম্যানেজার মোর্শেদ কামাল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,টেকনাফে কর্মরত প্রিন্ট ও রেডিও নাফের সাংবাদিক,শিক্ষক ও এনজিও সংস্থার কর্মীগণ।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, জলবায়ু অর্থায়ন ও টেকসই উন্নয়নে জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ অবশ্যই নিশ্চিত করতে হবে। তাই তথ্য অধিকার নিশ্চিত করা আবশ্যক। জনগণের তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ফলে দূর্নীতি কমে যাবে এবং সু-শাসন প্রতিষ্টিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments