বাড়িআলোকিত টেকনাফটেকনাফে কোস্টগার্ড কর্তৃক ২টি আগ্নেয়াস্ত্র সহ ৬৭০ ক্যান বিয়ার আটক।

টেকনাফে কোস্টগার্ড কর্তৃক ২টি আগ্নেয়াস্ত্র সহ ৬৭০ ক্যান বিয়ার আটক।

।। খাঁন মাহমুদ আইউব,টেকনাফ ।।
২৪ জুন কক্সবাজারের টেকনাফ উপকূলীয় শাপলাপুর ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক অভিযানে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩ রাঊন্ড গুলি এবং বিপুল পরিমান বিদেশী বিয়ার উদ্ধার করেছে কোস্ট গার্ড।তবে অভিযানে কাউকে আটক করতে ব্যর্থ হয়েছে। ২৩জুন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ী ঢালা সড়কের সোনালী ব্যাংক নামক এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে পাহাড়ে জঙ্গলের ভিতর থেকে ১টি দেশীয় ওয়ান স্যুটার বন্দুক,১টি শর্টগান এবং ৩রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।এসময় জঙ্গলে অবস্থানরত ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।অপরদিকে ২৪ জুন ভোররাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নাইট্যং পাড়া ঝর্ণার ব্রীজ খাল এলাকা হইতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৬৭০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৫ হাজার টাকা বলে সূত্রটি জানিয়েছে।উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ সহ বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক বার্তায় কোস্টগার্ড কমান্ডার বিএন এম আবু সাঈদ নিশ্চিত করেছন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments