বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ক্রেতা শুন্য ঈদ বাজার,ব্যবসায়ীদের মাথায় হাত

টেকনাফে ক্রেতা শুন্য ঈদ বাজার,ব্যবসায়ীদের মাথায় হাত

খাঁন মাহমুদ আইউব(কক্সবাজার)প্রতিনিধি।৬জুন।

ঈদের দিন ঘনিয়ে আসছে কিন্তু ঈদ বাজার জমে উঠেনি।বিপনী বিতান গুলোতে শুনশান নিরবতা।দোকানীরা অলস বসে দিন কাটাচ্ছে।লোকশানের আশংকার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা নেতারা।
সীমান্ত শহর কক্সবাজার’র টেকনাফ এবারে ঈদের বাজার রূপ নিয়েছে কোলাহল মুক্ত।অন্যান্য বছরের মতো নেই কোন ঈদের আমেজ।প্রতিটি মার্কেটে নিরবতার ছোঁয়া শুধু লাইটিং গুলোই স্বরব।শহরের বার্মিজ মার্কেট,নিউ গনী মার্কেট,আলো শপিং সহ বড় বড় বিপনী বিতান গুলো ঘুরে দেখা মেলেছে,ক্রেতা সাধারনের নেই কোন ভিড়।ডিসপ্লেতে ঝুলছে বাহারী পোষাক-আশাক।আর শো রুম গুলোর আবস্থা আরো নাজুক।কারন হিসাবে ব্যবসায়ীরা জানিয়েছেন,প্রতি বছর বিপনী বিতান গুলোর প্রধান ক্রেতা হিসেবে ইয়াবা ব্যবসায়ীরাই  মার্কেট মাতিয়ে রাখতো।বর্তমান পরিস্থিতিতে তারা সবাই এলাকা ছেড়ে পালিয়েছে।তাই বিপনী বিতান গুলোতে তার প্রভাব পড়েছে।আবার অনেকে চলমান পরিস্থিতিতে স্থানীয় মার্কেট থেকে কেনাকাটা করলে প্রশাসনের চোখ পড়ার ভয়ে ঢাকা-চট্টগ্রাম থেকে কেনাকাটা করার কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা।বিপনী গুলোতে লোকসান পোষাতে কেনা দামে বিভিন্ন অফার দিয়ে পণ্য বিক্রি করে দেখা গেছে।প্রতিবছর বিপনী বিতান গুলোর পার্কিংএর  জায়গায় দামী দামী মোটর বাইকে ঠাসা থাকতো।দেখলেই মনে হতো যেনো কোন উৎসবের আমেজ লেগে রয়েছে।এবারে ঘটেছে তার বিপরিত। নিউ গনি মার্কেট এলাকার পার্কিংএর জায়গায় দখল করে নিয়েছে শহরের কুকুরের কাফেলা।ক্রেতাদের কেনাকাটার আকর্ষনীয় স্থান হচ্ছে বার্মিজ মার্কেট।বিকেল থেকে ক্রেতা সাধারনে ঠাসা থাকতো।সেখানে গিয়ে দেখা গেছে অনেক দোকানী ঝিমিয়ে ঝিমিয়ে মাছি তাড়াচ্ছে।বার্মিজ মার্কেট ব্যবসায়ী নেতা মাষ্টার আব্বাসের দাবী,অনেক ব্যবসায়ী ঈদ মৌসুম কে সামনে রেখে লোন নিয়ে দোকানে মালামাল তুলেছে।এবারে সুদে আসলে পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হবে তাদের।সব মিলিয়ে এবারে টেকনাফে ঈদের বাজার ব্যবসায়ীদের অনুকুলে নয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments