বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পরিত্যক্ত বাড়িতে আগুন

টেকনাফে পরিত্যক্ত বাড়িতে আগুন

বিশেষ প্রতিনিধিঃ-

টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপাড়ায় পরিত্যক্ত একটি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সেমিপাকা বাড়িটির কিছু সরঞ্জাম পুড়লেও মূল্যবান কোন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওই এলাকার ছিদ্দিক আহমদ।

৯ আগষ্ট দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় এই রিপোর্ট লিখাকালে সিবিএনকে এ তথ্য জানান থানার ওসি।

স্থানীয়দের কাছ থেকে মুঠোফোনে জানা গেছে, আলোচিত আজিজুল হক মার্কিন হত্যা মামলার বাদিপক্ষকে পরিকল্পিতভাবে ফাঁসাতে ঘটনাটি ঘটানো হয়েছে। এতে চিহ্নিত একটি মহল জড়িত বলে একাধিক সুত্র জানিয়েছে।

ওই কুচক্রিমহল ইতোমধ্যে মিথ্যা মামলা দায়ের করতে থানায় দফারফা করছে।

তবে থানার ওসি রনজিত কুমার বড়ুয়া তদন্ত ছাড়া মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবেনা বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments