বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বিজিবি’র অভিযানে১০হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ

টেকনাফে বিজিবি’র অভিযানে১০হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ

প্রেস বিজ্ঞপ্তিঃ-

টেকনাফে বিজিবি’র অভিযানে ১০হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ  করেছে বলে জানা গেছে ।এ সময়  সিএনজি চালককে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
জানা যায়,২বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী  জানান,০৭অক্টোবর রবিবার  দুপুর পৌনে ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির নায়েক  মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে  একটি বিশেষ টহল দমদমিয়া চেকপোষ্টে  সকল যানবাহন তল্লাশি কাজে নিয়োজিত ছিল।টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি রেজিঃ নং (কক্সবাজার  থ- ১১-৩৫- ৭৯) সিএনজিটি দমদমিয়া বিজিবি চেকপোষ্টে তল্লাশির জন্য অপেক্ষারত কয়েকটি গাড়ীর পিছনে এসে থামায়।বিজিবি সদস্যরা তল্লাশিকরে উক্ত সিএনজির নিকট উপস্থিত হলে দেখতে পায়  সিএনজিতে কোন যাত্রী ও চালক কেউ নেই।সিএনজিটি তল্লাশিকালীন  যাত্রীর সীটের পিচনে একটি ব্যাগ দেখতে পায়।উক্ত ব্যাগটি বের করে খুলে গণনা করে ৩০লাখ টাকার মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজিটি জব্দ করা হয়।               উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রাখার দায়ে সিএনজির চালককে অজ্ঞাত আসামি দেখিয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে। উদ্ধারকৃত ইয়াবাসহ সিএনজিটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments