বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বিজিবি’র অভিযানে বন্দুকযুদ্ধে ২ জন ইয়াবা ব্যবসায়ী নিহত

টেকনাফে বিজিবি’র অভিযানে বন্দুকযুদ্ধে ২ জন ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রেস বিজ্ঞপ্তিঃ-

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান যে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় অদ্য ০১ মার্চ ২০১৯ তারিখ ভোররাতে সাবরাং ইউপিস্থ পুরাতন মগপাড়া কাকঁড়া প্রজেক্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাঃ সুবেঃ মোঃ শাহ আলম এর নেতৃত্বে ০১ টি টহলদল দ্রæত মগপাড়া কাকঁড়া প্রজেক্ট এলাকায় গমন করে। আনুমানিক ০৫১৫ ঘটিকায় টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে। এতে বিজিবি’র টহলদলের একজন সদস্য আহত হয়। এ সময় বিজিবি আতœরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষন করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ০৮-১০ মিনিট গুলি বিনিময় চলে। এরপর ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে ঘটনাস্থল হতে দ্রæত পালিয়ে যায়। গুলির শব্দ থামার পর ভোরের আলোতে টহল দলের সদস্যরা এলাকা তল্লাশী করে পুরাতন মগপাড়া কাকঁড়া প্রজেক্টে সরু নালার পার্শ্বে ০২ জন অজ্ঞাত নামা ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একই সাথে টেকনাফ মডেল থানায় খবর দেয়া হয় ও পুলিশের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার উক্ত ব্যক্তিদের মৃত ঘোষনা করেন। এছাড়াও উক্ত স্থান হতে আনুমানিক ১,০০,০০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ০১ টি দেশীয় তৈরী বন্দুক ও ০১ টি খালী কার্তুজ উদ্ধার করা হয়। উল্লেখ্য, আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বর্তমানে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments